Skip to content Skip to main navigation Skip to footer

লুধূয়া ভূঁইয়া পরিবারের প্রতি শুভেচ্ছা বার্তা

admin

আপনাদের শুভেচ্ছা বার্তা জানান

11 Comments

  • প্রিয়া লুধূয়া ভূঁইয়া পরিবারের সকল সদস্যদের প্রতি রইলো আমার শুভকামনা, দোয়া ও ভালোবাসা ❤️❤️❤️
    আমাদের পরিবারের সকল সদস্যদের মাঝে ভালোবাসার বন্ধন অটুট থাকুক চিরকাল। 🌺🌺🌺🌺

  • প্রিয় লুধুয়া ভুইয়া পরিবার আসসালামু আলাইকুম, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

    • প্রিয় লুধূয়া ভূইয়া পরিবারের সকল সদস্যের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল ❤️❤️❤️

    • লুধুয়া ভূঁইয়া পরিবারের সকলের প্রতি রইলো দোয়া ও ভালোবাসা ❤️

  • আসসালামু আলাইকুম আন্তিরক শুভেচ্ছা ও অভিনন্দন যিনি এই মহান উদ্দেগ নিয়ে এমন একটা ওয়েবসাইট এর মাধ্যমে আমাদের বংশের অতিত তুলে দরেছেন তবে আমাদের ভূঁইয়া পরিবারের হিষ্ট্রি গুলো যদি লিখিত ভাবে ওয়েবসাইট এ দেওয়া যেতো তাহলে অজানা অনেক কিছু যানা যেতে পারে, কেনোনা আমরা এখনো অনেক কিছু অজানা,আশা করি বিবেচনায় রাখবেন.!

  • “আস্সালামু-আলাই-কুম” পরিবারের সকল সদস্যের প্রতি শুভ কামনা রইলো, মহান আল্লহ সবার মঙ্গল করুক আমিন।
    আমাদের পূর্বপুরুষরা সমাজে আমাদের পরিবারের যেই প্রভাব-প্রতিপত্ব এবং সম্মান রেখে গেছেন আমরা যেন তা ধরে রাখতে পারি এই দোয়াই সকলের নিকট কাম্য,সবাই দোয়া করবেন।❤️

  • আমার শিকড় লুধূয়া ভূঁইয়া পরিবার। আমি সব সময় মিস করি আমার এই পরিবারকে। যেখানে পড়ে থাকে আমার মন। দোয়া ভালোবাসা থাকবে সব সময় এই পরিবারের প্রতি।

  • লুধুয়া ভুইয়া পরিবারের সকল সদস্যদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং ভালবাসা।

  • প্রথমত লূধুয়া ভূইয়া পরিবারের সকল সদস্যের প্রতি রইল আন্তরিক ভালবাসা ও দোয়া। দ্বিতীয়তঃ এই ওয়েবসাইটটা যিনি খুলেছেন তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের সকলের যোগসূত্র হলো এই ওয়েবসাইটের মাধ্যমে। আমি আমার ব্যক্তিগতভাবে ফ্যামিলির অনেক সদস্যদের কেই চিনতাম না কিন্তু এই ওয়েবসাইটের কারণে অনেক পারসন কে চিনতে পারছি। এজন্য নিজের কাছে খুব ভালো লাগছে। লুধুয়া ভূইয়া পরিবারের সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালবাসা রইল।।
    সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি।।

  • প্রিয় লুধূয়া ভূঁইয়া পরিবারের সকল সদস্যদের প্রতি রইলো আমার শুভকামনা, দোয়া ও ভালোবাসা ❤️❤️❤️

    যদি পরিবারের তৈরি না হতো তাহলে বোধহয় ভালোবাসার অনুভুতি তৈরি হতোনা। তাই ভালোবাসার সর্বচ্চো স্থান হচ্ছে পরিবার🌸🖤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *